মালদা

প্রচার শেষে ভোটারদের মন নিয়ে, চিন্তায় মালদা জেলার সব প্রার্থীরা

মালদা চাঁচলের রফিকুল ইসলাম, সামিউল ইসলাম ,মর্জিনা খাতুন, এরা তিনজনই জেলা পরিষদের প্রার্থী। সেই মতো নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, কিন্তু ভোট প্রচার শেষ হয়েছে। কপালে চিন্তার ভাঁজ জেলার সব প্রার্থীদের। কিন্তু এই তিন প্রার্থীদের দেখা গেল বড় ভোট প্রচার না করে জনসংযোগে মন দিতে। ভোট প্রচারে শেষ দিন শুক্রবার তাদেরকে অনেকটাই নিশ্চিত দেখা গেল নিজেদের জয়ের ব্যাপারে। প্রত্যকেই বললেন তারা উন্নয়নকে সামনে রেখে ভোট লড়ছেন। জয়ের ব্যাপারে 100% আশাবাদী। শুক্রবার সারা দিন ভোট বছরের শেষে অন্যান্য দলকে ছাপিয়ে অনেকটাই এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস।

         প্রচার শেষে রফিকুল ইসলাম বলেন, বিগত দিনে মানুষ যে ভুল করেছে, তা ঠিক করতে এলাকার মানুষ তৃণমূলকে ভোট দেবে বলে তিনি দাবী করেন। সেই সঙ্গে স্থানীয় সাংসদ এলাকার কোন উন্নয়ন করেনি বলে তিনি অভিযোগ তোলেন। 

         এই বিষয়ে এক প্রার্থী সামিউল ইসলাম বলেন, মানুষের ডাকে তিনি ছুটে আসছেন, বাড়ি থেকে ছুটে আস্তে বাধ্য হয়েছি। মানুষ বলছে আমরা জিতে গেছি। তবে সকাল সকাল ভোট দিন, প্রচন্ড গরম উপেক্ষা করুন ভোট দিন। 

         এই প্রচার শেষে প্রার্থী মর্জিনা খাতুন বলেন, সারা ভাল পেয়েছি, মানুষ মমতাদির উন্নয়ন দেখে সকলেই ভোট দিতে চাইছেন। কিন্তু এলাকার রাস্তা ঘাট নেই এর পেছেন একটাই কারন তাদের সাংসদ নেই। যার কারনে এলাকার এই হাল।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/O613sFCHtvo